Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে সম্মাননা পেলেন সাইমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৪ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সাইমন সাদিক। অভিনয় দক্ষতায় দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। গেল বছরের কোরবানি ঈদে মুক্তি পায় সাইমন সাদিকের ‘জান্নাত’ ছবিটি। ছবিতে পথভ্রষ্ট এক যুবকের চরিত্রে সাইমনের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের জন্য ভারতের আগরতলায় পুরস্কৃত হলেন সাইমন। গেল ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রনজিত সিংহ রায় সাইমনের হাতে সম্মাননা তুলে দেন।

এ প্রসঙ্গে সাইমন জানান, ‘যেকোনো সম্মাননা আমাকে অনেক আবেগ আপ্লুত করে। আগরতলায় এসেছি আমরা রাষ্টীয় অতিথি হিসেবে ১ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন করার জন্য। এই অনুষ্ঠানটি আয়োজনে ছিলো বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের মাধ্যমে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস। যেখানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাননীয় তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ এম.পি। সেখানে ‘জান্নাত’ চলচ্চিত্রের জন্য আমাকে সম্মাননা দেয়া হয়। আমি অনেক বেশী কৃতজ্ঞ এবং আবেগ আপ্লুত আমাদের তথ্য মন্ত্রনালয়ের কাছে আমাকে এখানে সম্মাননা দেয়ার জন্য।‘

পূর্বোত্তর ভারতের ত্রিপুরা রাজ্যেও আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধক হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আরও ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অপর্ণা ঘোষ, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ ২০ জনের একটি টিম।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও ছবিটি ঠাঁই করে নিয়েছে। আমন্ত্রণ পেয়েছে ইতালিসহ বেশ কিছু দেশের চলচ্চিত্র উৎসবে ।

Bootstrap Image Preview