Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, ফেব্রুয়ারি ২০২০ | ৬ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পিঁড়িতেই সন্তান প্রসব, নববধূর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এখনো বিয়ে করেননি ৩০ বছর বয়সী নারী। বিয়ের আগেই ছয় মাসের অন্তঃসত্ত্বা। সন্তান হওয়ার আগেই বিয়ের আয়োজন। কিন্তু বিয়ের দিনেই ঘটে দুর্ঘটনা। 

বিয়ের জন্য বিশেষ পোশাক পরতে গিয়ে পেটে চাপ পড়ে জেসিকার। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিয়ের পিঁড়িতেই মৃত্যু হয় তার। তবে ডাক্তাররা দ্রুত সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন।

১৪ সেপ্টেম্বর, রোববার ব্রাজিলের সাওপাওলোতে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মিরর।

১৮ সেপ্টেম্বর, বুধবার প্রকাশিত খবরে বলা হয়, বিয়ের পিঁড়িতে মৃত্যু হওয়া ওই নারীর নাম জেসিকা গুয়েডেস।

জেসিকার পরিবার জানিয়েছে, পেটে সন্তান নিয়ে বিয়ের আয়োজন করায় মানসিক চাপে ছিলেন তিনি। এ দিন জেসিকা ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন।

জেসিকার বিয়ের আয়োজন করা হয়েছিল তারই প্রেমিক লেফটেন্যান্ট ফ্লাভিও গনকালভেজের সঙ্গে।

Bootstrap Image Preview