Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে মালিঙ্গাদের শাস্তি দাবি করলেন মিয়াঁদাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করা শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটারের শাস্তি দাবি করলেন প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তাঁর স্পষ্ট মত, আন্তর্জাতিক ক্রিকেটই একজন ক্রিকেটারের কাছে প্রাধান্য পাওয়া উচিত। ক্রিকেটাররা ব্যক্তিগত কারণে দেশের হয়ে মাঠে নামতে অস্বীকার করলে তাঁদের শাস্তি হওয়া উচিত।

নিরাপত্তাজনিত কারণে দুটি সীমিত ওভারের দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি হননি শ্রীলঙ্কার ১০ জন প্রথম সারির ক্রিকেটার। যাঁদের মধ্যে রয়েছেন ওয়ান ডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, টি-২০ ক্যাপ্টেন লসিথ মালিঙ্গা ও অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

 এছাড়া নিরাপত্তার প্রশ্নে আপোষ করতে না চাওয়ায় শ্রীলঙ্কা সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিরোশন ডিকওয়েলা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি’সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লকমল ও দিনেশ চাঁদিমল।

শ্রীলঙ্কান বোর্ডের তরফে অবশ্য ক্রিকেটারদের পাকিস্তান সফরে যাওয়ার জন্য জোরাজুরি করা হয়নি। বরং তাঁদের সামনে সিরিজ থেকে সরে দাঁড়ানোর বিকল্প রাখা হয়েছিল। 

অর্থাৎ ক্রিকেটাররা চাইলে পাকিস্তান সফরের নাও যেতে পারেন, এমন অপশন ছিল মালিঙ্গাদের সামনে। বলাবাহুল্য, এই মুহূর্তে পাকিস্তানে খেলতে যাওয়া নিরাপদ নয় মনে করে সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেওয়াই শ্রেয় মনে করেন ম্যাথিউজরা।

Bootstrap Image Preview