Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হু ইজ নুরুল? নুরুল কে?’ বললেন রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে পদত্যাগে সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরের দাবিকে উড়িয়ে দিয়েছেন গোলাম রাব্বানী। 

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে রিজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলমা রাব্বানী অপসারণের পর রাব্বানীর জিএস পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সংগঠন ও ভিপি নূর।

ভিপি নূর জানিয়েছেন, তিনি নৈতিক স্খলনের অভিযোগে অভিযুক্ত গোলাম রাব্বানীর সঙ্গে দায়িত্ব পালন করবেন না। গোলাম রাব্বানী জিএস পদে থাকার বৈধতা হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে সোমবার একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে রাব্বানীর কাছে জানতে চাইলে রাব্বানী বলেন, ‘হু ইজ নুরুল? নুরুল কে?’

সিনেট সদস্যের পদ থেকে শোভনের পদত্যাগের বিষয়ে রাব্বানী বলেন,  রেজওয়ানুল ডাকসুতে নির্বাচিত ছিলেন না, ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা সম্মিলিতভাবে তাঁকে সিনেটে নিয়ে এসেছিলাম।
 

Bootstrap Image Preview