Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে উড়িয়ে দিলো আফগানিস্তান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ২৫ রানে হারলো স্বাগতিক বাংলাদেশ। 

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে আফগানিস্তান। 

১৬৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে আফগান বোলারদের সামনে দাঁড়াতে পারলো না টাইগার ব্যাটসম্যানরা। অবশেষে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সাকিবদের।

এর আগে,বোলিংয়ের শুরুটা দারুণ করেন টাইগার পেসার সাইফউদ্দিন। ইনিংসের প্রথম অভারেরি উড়িয়ে দেন আফগান ওপেনার রহমতউল্লার উইকেট। 

এরপর দ্বিতীয় ওভারের জাজাইকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন সাকিব। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা। কিন্তু পরের দুই ওভারে সেই চাপ আরও বেড়ে যায়। পাঁচ ওভারের মধ্যে শেষ হয়ে যায় তাদের চার উইকেট।

এরপর সেই চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ নবী। খেলেন এক বিধ্বংসী ইনিংস। ৫৪ বলে ৮৫ রানের করেন এই ডান হাতি ব্যাটসম্যান। তাঁর রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে আফগানিস্তান। 

টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম। 

Bootstrap Image Preview