Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে গোলাগুলি, ২০ ছাত্রকে বাঁচাল ভারতীয় সেনারা, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গতকাল শনিবার পাকিস্তানি সেনাদের গোলাগুলির মধ্যে পড়ে গিয়েছিল কাশ্মীরের ২০ জন স্কুলছাত্র। ভারতীয় সেনারা তাদের উদ্ধার করেছে। হাড় শীতল করা অবস্থায় কাশ্মীরের স্কুলছাত্রদের উদ্ধারের ওই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। 

এ ঘটনায় ভারতীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করা হচ্ছে।

জানা গেছে, শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের বালাকোট ও মেন্দর সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। ভারতের সীমান্ত লক্ষ্য করে ছুটে আসে অজস্র গুলি। স্কুল লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ মিলেছে।

ভারতও পাল্টা গুলি ছুড়তে শুরু করে। তখনই ভারতীয় সেনা বুঝতে পারে স্কুল লক্ষ্য করে গুলি চালানোয় বহু ছাত্র আটকে পড়েছে। ভারতীয় সেনারা ২০ জন শিশু ছাত্রকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এবং তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে শিশুদের কোনও আঘাত লাগেনি। তারা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। বুলেটপ্রুফ গাড়িতে করে তাদের নিরাপদ স্থানে এবং বাড়িতে পৌঁছে দিয়েছে ভারতীয় সেনারা।

এদিকে, পাকিস্তানের ছোঁড়া গোলাগুলিতে সীমান্ত সংলগ্ন দুটি বাড়ি ও দুটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

Bootstrap Image Preview