Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে মার্কিন প্রতিনিধি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


টেকনাফ ও উখিয়া সিমান্তে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলতে কক্সবাজার পৌঁছেছেন উদ্বাস্তু বিষয়ক মার্কিন প্রতিনিধি দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে কুতুপালং ১৮ নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।

প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। প্রতিনিধিরা মূলত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট দ্বিতীয় দফার প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয়। স্বেচ্ছায় কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি না হওয়ায় এ প্রক্রিয়া আবারও বাঁধারমুখে পড়ে।

Bootstrap Image Preview