Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনে তথ্য সংগ্রহ, রাতে ‘বড় ভাইয়ের’ নেতৃত্বে চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কয়েক মিনিটের মধ্যে বহুতল ভবনের জানালার লক খুলে মোবাইল চুরি করে তারা। চট্টগ্রামের বাকলিয়া থেকে এমন সংঘবদ্ধ কিশোর চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। চুরির সময় তাদের সাথে রাখে দেশীয় অস্ত্র। তাদের দেখভাল করেন এলাকার বড় ভাই। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গভীর রাত ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিকে দুই ভবনের মাঝখানে কিশোর চোর চক্রের সদ্যরা মোবাইল চুরি চেষ্টা করছে।

ব্যর্থ হয়ে পরে আবার ভোর ৫ টা ৫০ মিনিটে সংঘবদ্ধ চক্রটি কয়েক মিনিটে জানালার লক খুলে মোবাইল চুরি করে পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থেকে কিশোর চোর চক্রের ৭ সদস্যকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ১০টি নানা ব্রান্ডের মোবাইল ও একটি দেশীয় অস্ত্র । তাদের টার্গেট নতুন আবাসিকের বহুতল ভবন। সাথে রাখে নিরাপত্তার জন্য দেশীয় অস্ত্র।

কিশোর চোর সদস্যের একজন বলেন, 'আমাদের দাড় করায় রেখে ১ জন বেয়ে ওঠে তারপর জানালা খুলে চুরি করে।

চোর চক্রের আরেক সদস্য বলেন, 'অস্ত্র বড়জনেরা ব্যবহার করে। আমরা কাজটি করে দিলে ২-১শ' টাকা দিলে খুশি হয়ে যায়।

দিনের বেলায় বিভিন্ন বহুতল ভবনে ঘুরাঘুরি করে তারা তথ্য সংগ্রহ করে। রাতে দলনেতা বড় ভাইয়ের নেতৃত্বে বহুতল ভবনে সংঘবদ্ধ হয়ে চুরি করে মোবাইল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় সিএমপি বাকলিয়া থানার ওসি মো নেজাম উদ্দীন।

চট্টগ্রামে নগরীতে ৫০টির বেশি মোবাইল চোর চক্র সক্রিয় আছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview