Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্মরক্ষার জন্য প্রস্তুত ভেনেজুয়েলা, পাল্টা জবাব দেওয়া হবে : ভেনেজুয়েলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ AM

bdmorning Image Preview


ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ এরিয়াযা বলেছেন, যেকোন আগ্রাসনের মোকাবেলায় আত্মরক্ষার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে এবং শত্রুর যেকোনো আঘাতের জবাব দেয়া হবে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভেনেজুয়েলার পবিত্র ভূমিকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা পাল্টা জবাব দেব। তবে আমরা আশা করছি এ ধরনের পরিস্থিতি কখনো সৃষ্টি হবে না।' সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে শীতল যুদ্ধকালীন একটি সামরিক চুক্তিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে কাজে লাগানোর ইঙ্গিত দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে শীতল যুদ্ধকালীন সামরিক চুক্তি ‘টিআইএআর’ এ স্বাক্ষরকারী দেশগুলোকে ভেনেজুয়েলার সরকারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পম্পেও’র ওই বক্তব্যের পর ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা করছেন কেউ কেউ।

ভেনেজুয়েলা এর আগে ‘টি্আইএআর’-কে ঔপনিবেশিক চুক্তি হিসেবে অভিহিত করেছে। শীতল যুদ্ধের সময় ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মার্কিন সামরিক হস্তক্ষেপকে বৈধতা দিতে ওই চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ল্যাটিন আমেরিকার দশটি দেশ স্বাক্ষর করেছিল। সূত্র : পার্সটুডে।

Bootstrap Image Preview