Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুর আগে কোন দোয়া পড়েছিলেন বিবি আসিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হজরত মুসা আলাইহিস সালামের সময় জালিম শাসক ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর ওপর ঈমান আনেন। ফেরাউন নিজ স্ত্রীর ঈমান আনার খবর শুনে চরম রাগান্বিত হন। 

এক পর্যায়ে ফেরাউন তার স্ত্রীকে চরম শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। সে সময় আল্লাহর সাহায্য চেয়ে ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেন। 

মৃত্যুর আগে বিবি আসিয়ার আহ্বান মহান আল্লাহর কাছে এত অধিক পছন্দনীয় হয়ে যায়, যা তিনি মুসলিম উম্মাহর জন্য দোয়া স্বরূপ এবং ইসলামের সত্যয়নকারী হিসেবে এ আয়াত তুলে ধরেন-

উচ্চারণ : রাব্বিবনি লি ইংদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাঝ্ঝিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাঝ্ঝিনি মিনাল ক্বাওমিজ জালিমিন।’ (সুরা তাহরিম : আয়াত ১১)

বাংলা অর্থ : ‘হে আমার পালনকর্তা! আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন।

নির্যাতনের শিকার নারী ও মাজলুমদের জন্য বিবি আসিয়ার এ প্রার্থনা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ গৃহীত হয়।

পরম করুণাময় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চরম অত্যাচার-নির্যাতন ভোগ করার সময় এ দোয়ার মাধ্যমে তার কাছে আশ্রয় লাভের তাওফিক দান করুন। আমিন।

Bootstrap Image Preview