Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংপুরে কোটা আন্দোলনের নেতা আশিকের মর্মান্তিক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গোসল করতে গিয়ে তিস্তা নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে কোটা আন্দোলনের নেতা আশিকুর রহমানের। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

আশিকুর রহমান কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও রংপুর সরকারি পলিটেকনিক শাখার আহ্বায়ক।

আশিকুর রহমান রংপুর সরকারি পলিটেকনিক থেকে পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজীব জানান, রংপুর জেলার হারাগাছ উপজেলায় আশিকুরের বাড়ি। হারাগাছ থানার পাশের তিস্তা নদীতে তিনি কয়েকজন বন্ধু নিয়ে গোসল করতে যান।

এ সময় ভারসাম্য হারিয়ে তিনি নদীতে ডুবে যান। তখন বন্ধুরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আশিকুরের লাশ উদ্ধার করে।

এদিকে আশিকুরের মৃত্যুতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করা হয়।

Bootstrap Image Preview