Bootstrap Image Preview
ঢাকা, ২৩ সোমবার, সেপ্টেম্বার ২০১৯ | ৮ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মারা গেলেন দুদক পরিচালকের দগ্ধ স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৫ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাসায় অগ্নিদগ্ধ হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া মারা গেছেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে বলে জানা গেছে।

উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তানিয়া। আমরা অগ্নিকাণ্ডের কারণ ও তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখছি।

উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরায় দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফের বাসায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ওই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে দগ্ধ হন ইউসুফের স্ত্রী।

Bootstrap Image Preview