Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে তিন হাসপাতালে ৯০ হাজার টাকা জরিমানা, আটক  ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৪ PM

bdmorning Image Preview


নোয়াখালী মাইজদী  হাসপাতাল রোডে ৩টি বেসরকারি হাসপাতালকে নানা অনিয়মের অভিযোগে ৯০ হাজার টাকা জরিমানা ও ১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার রাতে ও বৃহঃস্পতিবার সকাল ১১:০০ টায় নোয়াখালী জেলা শহরে নিরাময়, শমরিতা ও মর্ডান হাসপাতালে অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা ও একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা করে ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট।

নোয়াখালী জেলা শহরের মাইজদি এলাকায়  নিরাময় হাসপাতাল, শমরিতা হাসপাতাল ও মর্ডান হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  নিরাময় হাসপাতালকে ৬৫ হাজার, শমরিতা হাসপাতালকে ১০ হাজার ও মর্ডান হাসপাতালকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা দন্ড আরোপ করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, ‘আমরা অভিযানের সময় হাসপাতাল গুলোতে  ডাক্তার, নার্স না থাকা, টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা, হাসপাতালের অপারেশন থিয়েটার কক্ষ অপরিচ্ছন্ন, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অনুমোদিতবিহীন,মেয়াদ উত্তীর্ণবিহীন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসীতে প্রদর্শন, হাসপাতাল-ল্যাব-ফার্মেসী পরিচালনার লাইসেন্স-এর মেয়াদ না থাকার দায়ে এসব হাসপাতালগুলোকে নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে।‘

মাদকের লাইসেন্স ব্যতীত পেথেডিন ও মরফিন নিজ অধিকারে সংরক্ষণ করার দায়ে নিরাময় হাসপাতাল থেকে মহিবুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আরাফাত হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, ড্রাগ সুপার মো: মাসুদৌজ্জামান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো: আনোয়ারুল হক এবং আইন শৃঙ্খলা রক্ষায় সুধারাম মডেল থানা পুলিশ।

Bootstrap Image Preview