Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, সেপ্টেম্বার ২০১৯ | ৩১ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

চাটখিলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮ PM

bdmorning Image Preview


নোয়াখালীর চাটখিলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উপজেলার খালিশপাড়া আলাউদ্দীন ভূঁইয়া কাওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাসুদুর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেবর গাছা গ্রামের মো. আবদুল্যাহ’র ছেলে।

ভুক্তভোগীর পিতার অভিযোগের ভিত্তিতে গত রবিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খালিশপাড়া আলাউদ্দীন ভূঁইয়া কাওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র (১১) কে শিক্ষক মাসুদুর রহমান গত বেশ কয়েক দিন থেকে বলাৎকার করে আসছিল।

ভুক্তভোগী ছাত্র বিষয়টি তার অভিভাবকসহ অন্যদের জানালে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview