Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘরবাড়ি বানানোর দরকার নেই, আগে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন : পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিলে তারা নিজেরাই তাদের ঘর-বাড়ি বানিয়ে নেবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

আশ্রয়কেন্দ্র বানানোর জন্য সময়ক্ষেপণ না করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি বানানোর দরকার নেই, আগে তাদের ফিরিয়ে নিন।

রোহিঙ্গাদের জন্য কিছু বাড়িঘর মিয়ানমার সরকার তৈরি করেছে, সেখানে আসলে কী অবস্থা হয়েছে তা দেখাতে আমাদের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকদের নিয়ে যাবে, আগে কোনদিন রাজি ছিল না এখন রাজি হয়েছে।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা পালিয়ে আসছে। যখন তাদের যাওয়া শুরু হবে, গিয়ে সেখানে ঘরবাড়ি তৈরি করে নেবে, না গেলে কীভাবে হবে?’

রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় ফিরে যেতে পারে, সেই পরিবেশ মিয়ানমারকেই তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

Bootstrap Image Preview