Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদের আসনে বিএনপি নেতাসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু শূন্য হওয়া রংপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক।  

এদের মধ্যে ঋণ খেলাপের দায়ে মনোনয়পত্র বাতিল হয়েছে বিএনপি নেতা কাওসার জামান বাবলার। অন্যদিকে জমা দেওয়া কাগজপত্রে সমস্যা থাকায় বাতিল হয়েছে একরামুল হকের। বুধবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। 

যাচাই বাছাই শেষে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি, আপত্তি এবং মনোনয়পত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক আমরা নয়জন মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীর মধ্যে সাতজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছি।

প্রার্থীতা হওয়ার ক্ষেত্রে যথাযথভাবে প্রতিপালন না করার জন্য এবং ঋণখেলাপের জন্য দুজন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বাতিল করেছি। এরা হলেন জনাব একরামুল হক এবং জনাব কায়সার জামান বাবলা।

তবে যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা চাইলে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করতে পারবেন।

প্রসঙ্গত, রংপুর-৩ আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাপার শাদ এরশাদ, বিএনপির রিটা রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার , এনপিপির শফিউল আলম, গনফ্রন্ট্রের কাজী শহিদুল্লা এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুসহ সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

 

Bootstrap Image Preview