Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, জুলাই ২০২০ | ২৫ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

‘দেশের ৯৩ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০১:২১ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ সরকার দেশের ৯৩ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ২২ হাজার মেগাওয়াট বেড়েছে বলেও জানান তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন সৌর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতা থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার সময় যে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রেখে গিয়েচিল সেটা বিএনপি তিন হাজার দুইশ মেগাওয়াটে নামিয়ে এনেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ক্ষমতায় না আসলেও আমাদের রেখে যাওয়া অনেকগুলো বিদ্যুৎকেন্দ্র ছিলো। বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল। আমরা যেগুলো শুরু করেছিলাম সেগুলো শেষ করলেও জনগণ স্বস্তি পেতো। শুধু যেগুলো শেষের দিকে ছিল সেগুলো সম্পন্ন করেই তারা তৃপ্তি পেয়েছে।

‘গ্যাস বিক্রির জন্য আমার উপর চাপ ছিল ২০০১ সালে, আমরা বলেছিলাম আমাদের কত চাহিদা আছে জানি না, সেটা আগে বের করে দেন। ৫০ বছরের রিজার্ভ রেখে তারপর আমরা বিক্রি করবো। কিন্তু বিএনপি রাজি হয়ে গিয়েছিল। নেবে যুক্তরাষ্ট, কিনবে ভারত। যেজন্য ক্ষমতায় আসেত পারিনি। আমাদের চাহিদার তুলনায় গ্যাস না থাকায় এলএনজি এনে চাহিদা মেটানো হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview