Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, জানুয়ারী ২০২০ | ৬ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় আশুরার মিছিলে পুলিশের গুলি, নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


নাইজেরিয়ার শিয়া মুসলিমদের সংগঠন ইসলামিক মুভমেন্ট জানিয়েছে, দেশটিতে আশুরার মিছিলে পুলিশের গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত এবং একাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে নাইজেরিয়ার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের শিয়া মুসলিমদের মুখপাত্র ইবরাহিম মুসা জানান, রাজ্যটিতে আশুরার মিছিলে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া বাউচি এবং গোম্বে রাজ্যের দুজন নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রশাসন গত জুলাই মাসে ইসলামিক মুভমেন্টকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। সংগঠনটি ইবরাহিম এল-জাকজাকির মুক্তি দাবি জানিয়ে বিক্ষোভ করায় এই ঘোষণা দেয়া হয়।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বর মাসে সংগঠনটির নেতা এল-জাকজাকি এবং তার স্ত্রী জিনাতকে আটকের জেরে অনুসারীরা দেশটির সেনাবাহিনীর প্রধান তুকুর বুরাতাইয়ের গাড়িবহরে থাকা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview