Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ইসরায়েলের ড্রোন গুলি করে নামালো হামাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় ইসরায়েল বিমান হামলা চালানোর একদিন পর এ ঘটনা ঘটলো। 

মঙ্গলবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোনটি ভূপাতিত করার খবর জানিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। 

এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, হামাস যোদ্ধারা ইসরায়েলের ড্রোন প্রতিহত করে এবং চতুর্ভূজ আকৃতির এই ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।

ইসরায়েলের সামরিক বাহিনী তাদের ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে তদন্ত চলছে। তবে কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ড্রোনটি হামাস যোদ্ধারা অক্ষত অবস্থায় নামিয়ে আনতে সক্ষম হয় এবং তা এখন হামাস যোদ্ধাদের হাতে রয়েছে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েল দু'টি ড্রোন হারালো।

এর আগে সোমবার সন্ধ্যায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করে।

Bootstrap Image Preview