Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার বেতন বেশি রবি শাস্ত্রী না মিসবার?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


প্রথমবারের মত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ও নির্বাচক হিসাবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবা উল হক। অন্যদিকে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী তো আগে থেকেই আছেন।

যদিও   ইংল্যান্ড বিশ্বকাপে বিরাটদের  প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় ভারতীয় দলের অন্যসব কোচিং স্টাফকে ছাঁটাই করা হলেও প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে ফের চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এবার এই দুই কোচের বেতন নিয়ে প্রশ্ন উঠেছে। কে বেশি বেতন পান শাস্ত্রী নাকি মিসবা? এনিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিরের সূত্র দিয়ে প্রতিবেদন করেছে ক্রিকেট পাকিস্তান ডটকম।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী প্রতি মাসে প্রায় ১৮ কোটি পাকিস্তানি রুপি আয় করেন। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৬৭ লাখ ৯ হাজার ৮৩৭ টাকা।

অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান প্রধান কোচ মিসবাহ-উল-হক, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রতি মাসে ৩২ লাখ পাকিস্তানি রুপি বেতন হিসেবে পান। বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ ২০ হাজার ৯২৪ টাকা।

Bootstrap Image Preview