Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেক্সিট: আগাম নির্বাচনের প্রস্তাব ফের নাকচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২ PM

bdmorning Image Preview


মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ব্রিটিশ সংসদের ৫ সপ্তাহের জন্য স্থগিত কার্যক্রম। এর একদিন আগে এমপিরা আরেকবার প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিলেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ২৯৩ জন এমপি প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যা প্রয়োজনীয় ভোটের সংখ্যার তুলনায় অনেক কম।

বিরোধী এমপিরা ১৫ অক্টোবরের আগে ‘চুক্তিহীন ব্রেক্সিট’ বন্ধে একটি আইন পাশের ওপর জোর দিচ্ছে। জনসন বিষয়টি অবজ্ঞা করলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এমপিরা।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, ব্রাসেলসের সঙ্গে চুক্তি হোক আর নাই হোক, ৩১ অক্টোবরের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার কথা রয়েছে।

কিন্তু সোমবার রাজকীয় সম্মতি পাওয়া নতুন আইন অনুযায়ী, ১৯ অক্টোবরের মধ্যে এমপিরা চুক্তিসমেত অথবা চুক্তিহীন ব্রেক্সিটে সম্মতি না দিলে প্রধানমন্ত্রীকে ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট পেছানোর জন্য সময় চাইতে হবে।

বরিস জনসন বলেছেন, পার্লামেন্ট বন্ধ থাকার সময়টিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কাজে ব্যবহার করবে সরকার। একই সঙ্গে চুক্তি ছাড়া ইইউ ত্যাগের বিষয়েও প্রস্তুতি নেওয়া হবে।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আনা জনসনের এটি ষষ্ঠ প্রস্তাব যেটি এমপিদের ভোটে বাতিল হয়ে গেলো।

লেবার, এসএনপি, লিবারেল ডেমোক্র্যাটস, গ্রিন পার্টি, ইন্ডিপেনডেন্ট গ্রুপ ফর চেঞ্জ এবং প্লাইড কিমরু সোমবার সকালে বৈঠক করে একমত হয় যে তারা নির্বাচনের পক্ষে সমর্থন দেবেন না।

এদিকে ১০ বছর ধরে দায়িত্ব পালন করে আসা কমন্সের স্পিকার জন বারকো বলেন, নির্বাচন কিংবা ৩১ অক্টোবর যেটিই আগে আসুক না কেন, সে সময়ে তিনি স্পিকার ও এমপি হিসেবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

Bootstrap Image Preview