Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই হাজার ৩৭ বছরের পুরোনো কবরে আইফোনের সন্ধান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাশিয়ার অ্যাটলান্টিসে প্রায় ২১৩৭ বছর আগের একটি কবরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। অল্পবয়সী এক তরুণীর ওই কবরে আধুনিক যুগের আইফোন মডেলের মতো দেখতে একটি বস্তু পাওয়া গেছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য সান জানিয়েছে, রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের কাছে আলার জলাধারের নিচে সমাধিটি খুঁজে পাওয়া যায়।

সায়ানো-শুশেনস্কায়া বাধের কাছে পানি ছেড়ে দেওয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান মেলে প্রাচীন সমাধির। বিশেষজ্ঞদের দাবি, সমাধিটি ২,১৩৭ বছর আগে জিঅংনু আমলের এক সম্ভ্রান্ত হুন যুবতীর, যিনি দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলের বাসিন্দা ছিলেন।

আইফোনের মতো দেখতে বস্তুটি আদতে তার পোশাকে এঁটে থাকা বেল্টের বকলস হিসেবে ব্যবহৃত হতো।

প্রত্নতাত্ত্বিক দলের প্রধান পাভেল লিয়াসের মতে, ‘জিঅংনু আমলের এই হুন যাযাবর সম্প্রদায়ের সমাধিতে পাওয়া আইফোন সদৃশ বস্তুটি নিঃসন্দেহে আবিষ্কারের অন্যতম আকর্ষণ। নাতাশা নামের ওই তরুণীর পোশাকেই একমাত্র এমন বেল্ট দেখা গেছে। বেল্টের নকশায় থাকা চীনা উ্যঝু মুদ্রাগুলো সমাধির সময়কাল নির্ধারণে সহায়ক হয়েছে।’

স্মার্টফোনের মতো আকৃতির বকলসটি লম্বায় প্রায় সাড়ে সাত ইঞ্চি। কালো জেমস্টোন জেটে তৈরি বর্গাকৃতির বকলসের ওপর লাল-সাদা পাথরের বিন্দু সারিবদ্ধভাবে বসানো রয়েছে।

Bootstrap Image Preview