Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাগেরহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় স্কুলছাত্র গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বাগেরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে সৌভিক দাস (১৪) নামে এক স্কুল ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাড়ি থেকে পুলিশ ওই স্কুল ছাত্রকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় দুপুরে বাগেরহাট মডেল থানার এসআই নিজাম উদ্দীন বাদী হয়ে সৌভিক দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছে।

সৌভিক দাস বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র এবং শহরের পুরাতন বাজারের বেসরকারি পলি ক্লিনিকের সত্তধিকারী ডা. সুনীল কুমার দাসের ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দীন বিকেলে বলেন, রোববার সৌভিক নামে এক স্কুল ছাত্র তার নামে খোলা ফেইসবুক আইডি দিয়ে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে উষ্কানিমূলক একটি স্ট্যাটাস দেয়।

ধর্ম নিয়ে স্ট্যাটাস দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌভিকের বিচারের দাবি তোলা হয়। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে সৌভিক দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছে।

তবে এবিষয়ে সৌভিক দাসের পরিবারের কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।

Bootstrap Image Preview