Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদের আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন রিটা রহমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১ PM

bdmorning Image Preview


হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।

আজ রবিবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। গতকাল শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। তবে আজ রিটার মনোনয়নের বিষয়টি গণমাধ্যমকে জানালেন রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে রিটা রহমানকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে লন্ডন থেকে তারেক রহমানও যুক্ত ছিলেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ সেপ্টেম্বর। এরপর আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়।

Bootstrap Image Preview