Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ PM
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ PM

bdmorning Image Preview


কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দুইটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন জানান, উপজেলার চরহাজারী আবু মাঝির হাট সংলগ্ন ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছে গোপন খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইটি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপগুলো ধ্বংস করা হয়।

তিনি আরো জানান,অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview