Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধান শিক্ষক হীন ২২ প্রাথমিক বিদ্যালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১৩৯ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতেই নেই প্রধান শিক্ষক। এসব স্কুলের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা। এতে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ অভিভাবদের। 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ২২টিতেই প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে। এছাড়াও ১৩৯ বিদ্যালয়ের মধ্যে সহকারী শিক্ষকের ৬৭টি পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজনগর উপজেলা শিক্ষা অফিসার মো. জাফর আল সাদেক বলেন, উপজেলার যেসব বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য, সে সব বিদ্যালয়ের তালিকা আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আকারে প্রদান করি। আশা করি আগামী শিক্ষক নিয়োগে রাজনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকয়ের শূন্য পদ পূরণ হবে।

Bootstrap Image Preview