Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘তাসের বিশ্বকাপ’ খেলতে চীন যাচ্ছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দ্বিতীয়বারের মতো তাসের বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৪ থেকে ২৮ সেপ্টেম্বর চীনের ওহানে অনুষ্ঠিত হবে ভিন্ন ধারার এই বিশ্বকাপ। ৬ খেলোয়াড় এবং ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ চীন যাচ্ছে ৯ সদস্যের বাংলাদেশ দল। আর প্রতিযোগীদের ‘উৎসাহ’ দিতে চীনে যাচ্ছেন সরকারের উচ্চ পদস্থ তিন কর্মকর্তা।

প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় তাসের বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অংশ নেবে ২৪টি দেশ। এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে অংশ নেবে দুইটি দেশ। ৯ দলের বাছাইপর্বে ফাইনালে ভারতকে হারিয়ে মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

তাস খেলার জন্য বাংলাদেশে ফেডারেশনও রয়েছে। বাংলাদেশ ব্রিজ ফেডারেশন নামক এ সংগঠকের সভাপতি মুশফিকুর রহমান মোহন। এছাড়া তিনি ব্রিজ দলের কোচের দায়িত্বও পালন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক ও নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে আছেন এমএ কুদ্দুস। বিশ্বকাপে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন, বিশ্বজিৎ সাহা। বাংলাদেশের হয়ে যে ছয়জন খেলোয়াড় টুর্নামেন্টটিতে অংশ নেবেন তারা হলেন- মুহাম্মদ মনিরুল ইসলাম, রাসেদুল আহসান, শাহ জিয়া-উল হক, এ এইচ এম কামরুজ্জামান, আশিকুর রহমান চৌধুরী ও মশিউর রহমান। টুর্নামেন্টে বাংলাদেশ ব্রিজ দলকে পৃষ্ঠপোষকতা করবে চ্যানেল আই।

গত বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। সে টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে হারালেও ২২ দলের মধ্যে ২২তম হয়েছিল বাংলাদেশ।

Bootstrap Image Preview