Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লতা মঙ্গেশকরের জন্মদিনে কৃতির চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


দেশের প্রগতিশীল সংগীতশিল্পী নুসরাত কৃতি। পারিবারিকভাবেই শিল্পী সত্ত্বার সঙ্গে বেড়ে উঠেছেন তিনি। বর্তমানে বিশেষ একটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষ্যে তার গাওয়া জনপ্রিয় ১০টি গানে নিজের অ্যালবামটি সাজিয়েছেন কৃতি।

এ প্রসঙ্গে কৃতি বলেন, ‘শুরুতেই বলেছি লতা’জির প্রতি আমার দূর্বলতার কথা। সেপ্টেম্বরে প্রিয় এই মানুষটির জন্মদিন। তাই তাকে উৎসর্গ করে তার গাওয়া জনপ্রিয় ১০টি গান নিয়ে কাজ করছি। এর ফলে শ্রোতারা অনেক উপকৃত হবেন।’

তিনি আরো বলেন, ‘ছোটবেলা থেকে আমি গান শুনে বড় হয়েছি। সবচেয়ে বেশি শুনা হতো লতা মঙ্গেশকরের ‘লাগ যা গালে কে ফির…ইয়ে হাসিন রাত হো না হো’। তখন আরো অনেকের গান শুনলেও ভক্ত হয়ে পড়ি লতা মঙ্গেশকরের। কিংবদন্তী এই মানুষটির সুর সকলের হৃদয় আলোড়িত করে, মুহুর্তেই পরিবর্তন এনে দেয় বোধের। বিষয়গুলো আমাকে ভাবাতো সবসময়। সেই ভাবনা থেকেই নিজেকে সঙ্গীতশিল্পী বানানোর প্রচেষ্টা।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সিএমভি থেকে প্রকাশ হয়েছে কৃতির প্রথম মৌলিক গান ‘কল্পনার রং’। ‘কাছে আসো না, ভালোবাসো না, তুমি আমারই কেন বোঝনা...’ এমনই কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন নির্ঝর চৌধুরী। সঙ্গীতায়োজনে ছিলেন মার্সেল।

Bootstrap Image Preview