Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেয়ার গ্রিলসের হিন্দি বোঝার রহস্য ফাঁস করলেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাডভেঞ্চার শো, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। কিন্তু অ্যাডভেঞ্চার শোর সঞ্চালক বেয়ার গ্রিলস ব্রিটিশ নাগরিক হয়ে কিভাবে হিন্দি বুঝলেন। সেই রহস্য ফাঁস করলেন মোদি।

বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার শো, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি পর্ব চলতি মাসের গোড়ায় ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। এতে দেখা গেছে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে গ্রিলসের সঙ্গে নানা অ্যাডভেঞ্চারে শামিল হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শোতে তার সঙ্গে হিন্দিতে কথা বলেছেন তিনি। হিন্দি কথা কী ভাবে বুঝতে পারলেন ব্রিটিশ নাগরিক বেয়ার গ্রিলস? এ নিয়ে টুইটারসহ সোশ্যাল মিডিয়াতেও কম আলোচনা হয়নি। সে সবই যে মোদির নজরে পড়েছে তা-ও বোঝা গেল রবিবার।

মোদি বলেন, “বহু মানুষই জানতে চেয়েছেন, কী করে বেয়ার গ্রিলস আমার হিন্দি বুঝতে পারলেন? অনেকে জিজ্ঞাসা করেছেন, ওই অনুষ্ঠানটি কি এডিট করা হয়েছে? বা বার বার তার শুটিং করা হয়েছে?”

অবশেষে সে রহস্য ফাঁস করলেন স্বয়ং মোদি। রবিবার তার রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জানিয়েছেন,

'প্রযুক্তি সেই অসাধ্য সাধন করেছে। প্রযুক্তিই আমাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে। একটা কর্ডলেস যন্ত্র বেয়ার গ্রিলসের কানে লাগানো ছিল। তার মাধ্যমেই হিন্দি কথাগুলো সঙ্গে সঙ্গে ইংরেজিতে অনুবাদ হয়ে যেত।'

Bootstrap Image Preview