Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরাজের ভীষণ মন খারাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview


গতকাল মিরপুরে অনুশীলন করার সময় হাতের আঙুলে চোট পেয়েছেন টাইগার দলের নিয়মিত খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। চোট গুরুতর না হলেও চিন্তায় মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী  জানিয়েছেন, ওর হাতের তর্জনি আঙুলে চোট পেয়েছে। এক্স-রে করানো হয়েছে, রিপোর্ট পজেটিভ। হাড়ে কোনো সমস্যা হয়নি। 

তবে আগামী তিন- চার দিন বিশ্রামে থাকতে হবে। আর সেই জন্যই মন খারাপ মিরাজের। আজ মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে সেই কথা নিজেই জানালেন, 'আঙুল আল্লাহর রহমতে ভালো আছে। কোনো সমস্যা হয়নি। হয়তো তিন-চারদিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। খারাপ লাগছে ইনজুরির কারণে ব্যাটিং-বোলিং করতে পারছি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দুই-দিন দিনের মধ্যে হয়তো বোলিং-ব্যাটিং করতে পারবো।'

মিরপুরে আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই স্কিল অনুশীলন। এরপর এক দিন বিশ্রাম শেষে ৩০ ৩১ তারিখ একটি প্রস্তুতি ম্যাচে খেলে ১ তারিখ চট্টগ্রামের উড়াল দেবে সাকিবরা। 

Bootstrap Image Preview