Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিনা টিকিটে রেল ভ্রমণ, ১৮৩ যাত্রীর জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৮৩ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।  

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার নেতৃত্বে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৮৩ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ৮৭ হাজার ৫ শ টাকা ভাড়া আদায় করা হয়।

এ সময় ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।

Bootstrap Image Preview