Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গুতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০১:২২ PM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview


ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ঢামেকে ২৩জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ফজলুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চরকহলপুর গ্রামে। তার বাবার নাম মৃত ইনজাহের মোল্লা।পরিবারের সঙ্গে ঢাকার বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন।

মৃতের ভাতিজা আল ফায়েদ নোভেল বলেন, চাচা বেশ কিছুদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। আমরা তার রক্ত পরীক্ষা করিয়েছিলাম। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। এরপর ২৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চাচাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার রাত ১টায় তার মৃত্যু হয়।

নোবেল জানান, তার চাচা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা রোববার সকালে মৃতের লাশ নিয়ে গেছেন বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।

Bootstrap Image Preview