Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরাইন সফরে মোদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দু'দিনের সফরে শনিবার বাহরাইনের রাজধানী মানামায় পৌঁছলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী বাহরাইন সফরে এলেন। সেদিক থেকে দেখলে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দু'দিনের এই সফরে একগুচ্ছ কর্মসূচি আছে প্রধানমন্ত্রী মোদীর। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় উত্থাপিত হবে। এছাড়া শ্রীনাথজি মন্দিরের উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

বাহরাইন সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন মোদী। সেখানে আবুধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জাহিদ আল নাহিয়ানের সঙ্গে সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পায়। 

গেলো পাঁচ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয় মোদি সরকার। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই তিনি সফর করলেন মুসলিম দেশ বাহরাইন ও আরব আমিরাত।

Bootstrap Image Preview