Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

 মিরাজের আঙুলে চোট, ভালো নেই সাইফউদ্দিনও 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


আসন্ন আফগানিস্তান সিরিজ সামনে রেখে টাইগারদের অনুশীলন ক্যাম্প চলছে। আজ মিরপুরে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার আঙুলে এক্স-রে করানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী  জানিয়েছেন, ওর হাতের তর্জনি আঙুলে চোট পেয়েছে। এক্স-রে করানো হয়েছে, রিপোর্ট পজেটিভ। হাড়ে কোনো সমস্যা হয়নি। আমরা দুদিন ওকে দেখব, তারপর বলতে পারব কি করতে হবে। 

এদিকে দলের  তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিনের পিঠে চোট ছিল।সেই চোট আরও মারাত্মক আকার ধারণ করে। সেই কারণে বিসিবি চাচ্ছে  সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠিয়ে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিতে।

সাইফউদ্দিন প্রসঙ্গে প্রধান চিকিৎসক বলেন, আমরা সাইফউদ্দিনের ব্যাপারে ইংল্যান্ডের ডাক্তারকে মেইল করেছি। ওনারা এখনও পজেটিভ কিছু জানাননি। আশা করছি আজ কালের মধ্যে ইংল্যান্ড থেকে পজেটিভ কোনা সাড়া পাব।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট। এরপর জিম্বাবুয়ে-আফগানিস্তানের সঙ্গে হবে টি-টোয়েন্টি সিরিজ।

Bootstrap Image Preview