Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিসিএসের ভাইবায় থাকছে চা বিস্কুট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পরীক্ষার্থীদের ভীতি কাঁটাতে প্রথমবারের মত বিসিএসের মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীকে এক কাপ চা ও একটি বিস্কুট দেয়া হবে। এর আগে চা-বিস্কুটের স্থলে শুধু এক গ্লাস পানি রাখা হত। 

মূলত ভাইভার সময় পরীক্ষার্থীদের ভীতি কাটাতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ভাইভা চলাকালে পরীক্ষার্থীদের জড়তা ও ভীতি দূর করতেই কমিশনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আর এটি পরীক্ষার্থীদের কাছ থেকে রাখা ফি থেকেই ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এতে এক জন পরীক্ষার্থীর কিছুটা হলেও সাবলীলভাবে প্রশ্নের জবাব দিতে উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু হয়; চলে গত ১ আগস্ট পর্যন্ত।

Bootstrap Image Preview