Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি ২ রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ২৪ আগস্ট ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি দুই রোহিঙ্গা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ শনিবার ভোররাতে টেকনাফের জাদিমোরা পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার রাশি দং থানার শিলখালী এলাকার বাসিন্দা ও বর্তমানে কক্সবাজারের টেকনাফের জাদিমোরার ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সব্বির আহমদের ছেলে মোহাম্মদ শাহ ও একই ক্যাম্পের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ শুক্কুর।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যা করে এই রোহিঙ্গা সন্ত্রাসীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, যুবলীগ নেতা হত্যা মামলার আসামিদের ধরতে ২৪ আগস্ট ভোররাতে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও ৬০ রাউন্ড পাল্টা গুলি চালায়। এসময় পুলিশের এসআই মনসুর, এ এস আই জামান ও কনস্টেবল লিটন আহত হয়। তাদেরকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে ওই দুই রোহিঙ্গার মরদেহ সহ দুটি এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে টেকনাফের জাদিমোরা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুককে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কে তিন ঘণ্টা অবরোধ অগ্নিসংযোগ করে স্থানীয় জনতা।

পরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার ঘটনাস্থলে উপস্থিত হয় হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পর স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করে। ওসি প্রদীপ কুমার এর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে দুই হত্যাকারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।

Bootstrap Image Preview