Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় কুকুরকে ধর্ষণ, গ্রেফতার যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাস্তার একটি মেয়ে কুকুরকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের খারাগর এলাকায়। গতকাল বৃহস্পতিবার নবী মুম্বাই ও পনভেল থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (PETA) নামক একটি সংস্থার সহযোগিতায় বিজয় রাঙ্গা নামে এক পশুপ্রেমী কুকরকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেন। তার পরেই পদক্ষেপ নেয় পুলিশ।

পেটা’র (PETA) দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও একাধিকবার কুকুরদের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (মানুষের দ্বারা পশুধর্ষণ) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

পেটার অভিমত, আদালত এই ব্যক্তিকে সাজা না দিয়ে ছেড়ে দিলে আগামী দিনে সে একইভাবে মেয়েদেরও ধর্ষণ করতে পারে।

Bootstrap Image Preview