Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালো তালিকাভুক্ত পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করেছে ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)। এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আর্থিক নজরদারির করে থাকে। 

শুক্রবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটি এফএটিএফ এশিয়া-প্যাসিফিক বিভাগে পাকিস্তানকে তালিকাভুক্তির ঘোষণা দেয়। সাথে এও জানায়, ইসলামাবাদের এখন মনোযোগী হলে অক্টোবরের মধ্যেই কালো তালিকাভুক্ত হওয়া এড়াতে পারবে দেশটি।  

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের এশিয়া প্যাসিফিক বিভাগের অর্থ-তছরুপ ও সন্ত্রাসবাদে মদতের বিষয়ে নির্ধারিত ৪০টি প্যারামিটারের মধ্যে পাকিস্তান ৩১টিতে অনুপযুক্ত হয়েছে।

এর আগে পাকিস্তান ২০১৮ সালের জুন মাস থেকে ধূসর তালিকায় ছিল। পাকিস্তানের দেশীয় আইন আর্থিক তছরুপ এবং সন্ত্রাসবাদের তহবিল গঠন বন্ধ করার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দুর্বল বলে বিবেচিত হওয়ায় দেশটিকে ধূসর তালিকায় রাখা হয়েছিল।

Bootstrap Image Preview