Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হংকংয়ের বিক্ষোভ নিয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগে ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ১২:২১ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview


হংকংয়ের চলমান বিক্ষোভ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। বৃহস্পতিবার গুগল এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

এর আগে টুইটার ও ফেসবুক জানায়, তারা চীনের অভ্যন্তর থেকে ভুল তথ্য ছড়ানোর সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় এক হাজার অ্যাকাউন্ট স্থগিত করেছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য প্রতিরোধে গুগল যখন মার্কিন আইনপ্রণেতাদের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তখন তারা এই পদক্ষেপ নিলো।

গুগলের সিকিউরিটি থ্রেট অ্যানালিসিস গ্রুপের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর শেন হান্টলে বলেন, সমন্বিত প্রভাবের বিরুদ্ধে চলমান লড়াইয়ের অংশ হিসেবে সপ্তাহের শুরুর দিকে আমরা ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছি। আমরা আবিষ্কার করেছি যে এসব চ্যানেল হংকংয়ের চলমান বিক্ষোভ নিয়ে ভিডিও আপলোড করার সময় সমন্বিতভাবে কাজ করেছে।

তিনি বলেন, আমরা দেখেছি যে অ্যাকাউন্টের উৎপত্তিস্থল লুকাতে ভিপিএন এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়া সমন্বিত প্রভাব অপারেশনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমও আমরা ডিটেক্ট করেছি।

তবে অপপ্রচার চালানো এসব অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি চীন সরকারের সম্পৃক্ততা রয়েছে কিনা-সে বিষয়ে কিছু বলেনি গুগল।

Bootstrap Image Preview