Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকার নতুন ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview


আমেরিকা যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ মস্কো নিবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সফরের সময় এ কথা বলেছেন তিনি।

পুতিন আরও বলেন, রোমানিয়া থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে এবং শিগগিরই পোল্যান্ডে তা মোতায়েন করা হবে। এ বিষয়টিতে আমি খুবই উদ্বিগ্ন।

পুতিন বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মস্কো। তবে, আমেরিকা যতক্ষণ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র মোতায়েন না করবে এবং ইউরোপের দোরগোড়ায় তা না বসাবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া কোনো ব্যবস্থা নেবে না।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার আইএনএফ চুক্তি থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার পরই দ্রুত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। এ থেকে প্রমাণ হয় তারা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক আগেই পরিকল্পনা করেছিল। রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করছে- এটি ছিল নিতান্তই তাদের একটি খোঁড়া অজুহাত।

Bootstrap Image Preview