Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের নাম মুছে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, বললেন এনামুল হক শামীম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশের নাম মুছে দিতে ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা করেছিলো। বৃহস্পতি বার সকালে শরীয়তপুর নড়িয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। 

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হাসান, নড়িয়া উপজেলা চেয়ারম্যান সাবিদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, আমাদের রাজনৈতিক প্রেরণা। তাই যতো দিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে ততোদিন বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়ন সাধন করতে হবে। 

Bootstrap Image Preview