Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোবাইল অ্যাপে আসছে বিমানের টিকিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


বিমানের টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ অনেক আগে থেকেই। এবার টিকিট কাটার ভোগান্তি দূর করতে বিমানের টিকিট মোবাইল অ্যাপে কাটার সুবিধা চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

আগামী অক্টোবর থেকেই বিশ্বের যে কোন প্রান্ত থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের টিকির মোবাইল অ্যাপে কাটতে পারবেন যাত্রীরা। 

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন করে তৃতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ ‘গাঙচিল’ যুক্ত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন উড়োজাহাজটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক অ্যাপ আনার তথ্যটি জানান।

 তিনি বলেন, এক সময় বিমানের টিকিট চাইলেই নাই, অথচ সিট খালি যায় এমন অভিযোগ থাকলেও এখন সে অভিযোগ পাওয়া যায় না। আধুনিকায়নের মাধ্যমে বিমানের অনিয়ম ও দুর্নীতি দূর করা হচ্ছে। ফলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান।

মহিবুল হক জানান, চলতি বছর কোন ধরনের ফ্লাইট বাতিল ছাড়াই হজ ফ্লাইট পরিচালনা করেছে। এমন কি যাত্রীদের ভাড়াও কমানো হয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্রে বিমান লাভজনক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Bootstrap Image Preview