Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে হাইড্রোলজিক্যাল ডাটা দেবে না ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


কাশ্মীর ইস্যু নিয়ে পাক-ভারত উত্তেজনা বিরাজ করছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সীমান্তে দু'দেশের মধ্যেই কয়েকবার গুলি বিনিময় হয়েছে। এতে দু'দেশের সেনা হতাহত হয়েছে। এর এ জন্যই পাকিস্তানের সঙ্গে ‘হাইড্রোলজিক্যাল ডাটা’ আদান-প্রদান করার চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বুধবার ‘ইন্দাস ওয়াটার’-এর ভারতের কমিশনার পি কে সাক্সেনা এ কথা জানিয়েছেন।

১৯৮৯ সালে পাকিস্তানের সঙ্গে ভারতের এ চুক্তি হয়েছিল। সীমান্তে ছোটখাটো ঝামেলা হলেও চুক্তিটি বাতিল হয়নি। তবে পারমাণবিক দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে থাকায় এ চুক্তি আর নাবায়ন করবে না ভারত।

হাইড্রোলজিক্যাল ডাটা চুক্তির ফলে আগাম বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিতে পারত পাকিস্তান। তবে এ চুক্তি নাবায়ন না হলে কৃষি ও সেচে ক্ষতির মুখে পড়বে পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যম জানায়, দেশটি থেকে পাওয়া ‘হাইড্রোলজিক্যাল ডাটা’র ভিত্তিতে অনেকটাই সামাল দেয়া সম্ভব হতো। তাই এই চুক্তি পুনর্বহাল না করার ফলে পাকিস্তান যে সমস্যায় পড়বে, তাতে সন্দেহ নেই।

তবে এ দিন ‘হাইড্রোলজিক্যাল ডাটা’ আদান-প্রদানের চুক্তি পুনর্বহাল না করার কথা জনালেও এর সঙ্গে সিন্ধু জল চুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভারতের ‘কমিশনার অব ইন্দাস ওয়াটার’ পি কে সাক্সেনা।

Bootstrap Image Preview