 
 
												    বিকেএসপি থেকে ঢাকায় ফেরার পথে বাংলাদেশের উদীয়মান তিন ক্রিকেটার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
বাংলাদেশ ইমার্জিং দলের কয়েকজন ক্রিকেটারকে বহনকারী একটি বাস।সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার আহত হয়েছেন জাকির হাসান, মেহেদী হাসান ও মানিক খান। দুর্ঘটনার পর তাদের দ্রুত সাভারে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর সেখান থেকে রাতেই ফিরে এসেছেন মিরপুরে বিসিবি একাডেমি ভবনে।
বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের ক্রিকেটারদের সঙ্গে সিরিজ চলছে বাংলাদেশ ইমার্জিং দলের ক্রিকেটারদের। তবে, যে তিনজন আহত হয়েছেন তারা তিনজন মূল দলে ছিলেন না। ছিলেন স্ট্যান্ডবাই। মূল দলের ক্রিকেটাররা ম্যাচ শেষে টিম বাসে করে ফিরে আসেন ঢাকায়। স্ট্যান্ডবাই যারা ছিলেন, তারা ফিরছিলেন একটি ছোট কোস্টারে করে।