Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মা হতে যাচ্ছেন প্রথম সমকামী ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


মা হতে যাচ্ছেন প্রথম সমকামী ক্রিকেটার নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক অ্যামি স্যাটারওয়েট।আগামী জানুয়ারিতে প্রথম সন্তানের জন্ম দেবেন এই কিউই অধিনায়ক।

২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যামি স্যাটারওয়েট এবং ডানহাতি পেসার লিয়া তাহুহু।  

এরই মধ্যে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন কিউই অধিনায়ক। ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ২০২১ সালে ঘরের মাঠে হতে যাওয়া নারী বিশ্বকাপের মধ্য দিয়ে। ততদিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি। এসময় বোর্ডের বেতন-ভাতাসহ সকল সুবিধাদি ভোগ করতে পারবেন স্যাটারওয়েট।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট স্যাটারওয়েটকে মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দিয়ে বলেন, ‘যেহেতু নারীদের জন্য তৈরিকৃত নতুন আইন এরই মধ্যে পাস হয়েছে, তাই স্যাটারওয়েট আগামী মৌসুমেও আমাদের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবেই গণ্য হবে। যার ফলে সে-ই মাতৃত্বকালীন ছুটি পাওয়া প্রথম ক্রিকেটার হতে যাচ্ছে। এসময়ে সে পুরো পারিশ্রমিক পাবে। একইসঙ্গে বোর্ডের তরফ থেকে সকল সুবিধাদিও দেয়া হবে তাকে।’

Bootstrap Image Preview