Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য নতুন অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে প্রথম দল ঘোষনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি)। টেস্টে পাঁচ এবং টি-২০তে চার জন চারজন নতুন মুখ অন্তর্ভুক্ত করে দল ঘোষনা করেন নির্বাচকরা।

১৫ জনের টেস্ট দলে আছেন আফগানিস্তানের প্রথম দুই টেস্টে নেতৃত্ব দেয়া আসগর আফগান, সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ নবী, রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি।

সফরের একমাত্র টেস্টটি হবে ৫ থেকে ৯ সেপ্টেম্বর। এরপর বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে তিন ম্যাচের ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। যা হবে ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর।

আফগানিস্তানের টি-২০ দলে নতুন মুখ বাঁ-হাতি ব্যাটসম্যান শহিদুল্লাহ, পেস বোলিং অলরাউন্ডার ফজল নিয়াজাই ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ।

একমাত্র টেস্টের জন্য আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাাহ শহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমাদি, আহমেদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান এবং কাইস আহমেদ।

ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফুদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকুল্লাহ শাফাক, ফজল নিয়াজা, দৌলত জাদরান, নবীন উল হক এবং রহমানউল্লাহ গুরবাজ।

Bootstrap Image Preview