Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘‘কাশ্মীরে নীরবে গণহত্যা চলছে’’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ২০ আগস্ট ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আজাদ কাশ্মীরের (এজেকে) রাষ্ট্রপতি সরদার মাসউদ খান হুঁশিয়ার করে বলেছেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেয়া বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর ভারত অধিকৃত কাশ্মীরে "ব্যাপক গণহত্যা" চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রশাসন।

 মঙ্গলবার (২০ আগস্ট) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খান বলেন গোপন কবরে দাফন করার আগে লোকদের তুলে নিয়ে হত্যা করা হচ্ছে। যুবকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, "মহিলাদের লাঞ্ছিত করা হচ্ছে; প্রায় ৬০০০ মানুষকে তুলে নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং কোনও কারণ না দেখিয়ে তাদেরকে দুই বছরের সময় ধরে আটকে রাখা হচ্ছে।

তার দাবি, এগুলি সবই কোনও অঞ্চলে গণহত্যার মূল সূচক। মিডিয়া বন্ধ থাকার কারণে এই অপরাধের খবর উপত্যকা থেকে বের করে আনা সম্ভব হচ্ছে না।

মাসুদ খান বলেন, ‘‘ভারতীয় নৃশংসতার তীব্রতা এমন যে আন্তর্জাতিক গণমাধ্যমও কাশ্মিরের জনগণের দুর্দশার বিষয়টিকে রিপোর্ট করতে বেছে নিয়েছে। তবে আন্তর্জাতিক মাধ্যমে সাধারণত উপত্যকায় কী ঘটছে তার একতরফা বিবরণ প্রকাশিত হচ্ছে।

Bootstrap Image Preview