Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, ফেব্রুয়ারি ২০২০ | ১১ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ডেন্টিস্ট গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ২০ আগস্ট ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাক শ্রমিককে (১৭) ধর্ষণের অভিযোগে এক ডেন্টিস্টকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকার নিজ চেম্বার থেকে ওই ডেন্টিসকে আটক করা হয়।আটক ডেন্টিসের নাম রফিকুল ইসলাম অপু (৩০)।

তিনি ফতুল্লার লামাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। সোমবার সন্ধ্যায় ওই পোশাক শ্রমিকের মা বাদী হয়ে অপুকে আসামি করে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, স্থানীয় একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক মেয়েকে নিয়ে তার মা দাঁতের চিকিৎসা করাতে পঞ্চবটি এলাকায় অপুর কাছে গিয়েছিলেন।সেখানেই তাদের পরিচয় হয়। অপু তাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাসাতেও গিয়েছিল।

এরই ধারাবাহিকতায় গেল ১৭ আগস্ট দুপুরে ওই নারীকে মোবাইল ফোনে তার চেম্বারে ডেকে আনেন অপু। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে তাকে। পরে অভিযোগ দেওয়া হলে প্রাথমিক তদন্ত শেষে অপুকে আটক করা হয়। পরে পোশাক কর্মীর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেন্টিস ওই বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেছে। তবে ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। অপুকে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়। এদিকে ওই নারী শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview