Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতির অভিযোগে বিচারের কাঠগড়ায় সুদানের সাবেক প্রেসিডিন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ১০:৪০ AM
আপডেট: ২০ আগস্ট ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


দুর্নীতির অভিযোগে সুদানের রাজধানী খার্তুমের আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে।

সোমবার সামরিক গাড়িবহরে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালত কক্ষে হাজির করা হয়। আদালতের বাইরেও কড়া নিরাপত্তা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বশিরের বিরুদ্ধে অবৈধভাবে নিজের কাছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা রাখা, উপঢৌকন নেওয়া এবং দুর্নীতির অভিযোগ আছে। গত জুনে বশিরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রার খনি পাওয়া যায় বলে জানিয়েছিলেন কৌঁসুলিরা। তবে বশিরের আইনজীবীরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সুদানে কয়েক মাসের বিক্ষোভের পর এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ওমর আল বশির। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার প্রায় ৩০ বছরের শাসনের। গত মে মাসে বশিরের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা করারও অভিযোগ দায়ের হয়েছে।

তাছাড়া, অর্থ পাচার এবং সন্ত্রাসে তহবিল জোগানোর অভিযোগেও কৌঁসুলিরা তাকে জেরা করতে চান। বিচারের জন্য জুলাইয়েই বশিরের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তার বিচারের দিন পিছিয়ে দেওয়া হয়।

Bootstrap Image Preview