Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতা দিবসের ‘সেরা কনস্টেবল’ ঘুষসহ হাতেনাতে ধরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘সেরা কনস্টেবলে’র পুরস্কার পেয়েছিলেন এক পুলিশ সদস্য। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যেই ঘুষসহ হাতেনাতে ধরা পড়েছেন তিনি। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশের কনস্টেবল পাল্লে তিরুপতি রেড্ডিকে নগদ ২১ হাজার টাকাসহ (১৭ হাজার রুপি) হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতিদমন ব্যুরো (এসিবি)। গতকাল শুক্রবার তিনি গ্রেপ্তার হন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাহবুবনগরের আই-টাউন পুলিশ স্টেশনে দায়িত্বরত কনস্টেবল তিরুপতি গত বৃহস্পতিবার (১৫ অগাস্ট) স্বাধীনতা দিবসে সেরা কন্সটেবলের পুরস্কার পান। রমেশ নামে এক বালু ব্যবসায়ী তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ করেন।

রমেশের অভিযোগ বালু পরিবহনের যথাযথ অনুমতিপত্র থাকার পরও দিনের পর দিন তিরুপতি তার কাছ থেকে ঘুষ দাবি করে আসছেন। এর আগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু তাও নথিভূক্ত করেননি তিরুপতি। এরপর অভিযানে নামে এসিবি। শুক্রবার তিরুপতিকে আরেকজনের কাছ থেকে নেওয়া ঘুষসহ গ্রেপ্তার করা হয়।

Bootstrap Image Preview